নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার সকালে গোয়ালতোড়ের তমাল নদীতে ডুবে মৃত্যু হয়েছিল এক হস্তি শাবকের। তার দুদিন পরেই এবার শালবনিতে উদ্ধার হলো একটি পূর্ণ বয়স্ক হাতির মৃত দেহ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির পিড়াকাটা সংলগ্ন বাঁদিতে।

যা বন দফতরের লালগড় রেঞ্জের অন্তর্গত। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বন দফতরের আধিকারিকরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনির ভীমপুর সহ ওই এলাকার জঙ্গলে বেশ কয়েকদিন ধরেই ৩০-৪০ টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। রাত হলেই খাবারের সন্ধানে বেরিয়ে এলাকায় মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। গতকাল রাতেও খাবারের সন্ধানে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া বাঁদির মাঠে।

তারপর দিন সকালে স্থানীয়রা কৃষিকাজের জন্য মাঠে গেলে দেখেন একটি পূর্ণ বয়স্ক হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতেই এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনই মৃত হাতিটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়। খবর যায় বন দফতরে । খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুনঃ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
সরকারী নির্দেশিকা মেনে মৃত হাতিটিকে পলিথিন দিয়ে ঢেকে দেন বন দফতরের আধিকারিকরা। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে কি কারণে হাতির মৃত্যু হয়েছে তা এখনই বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করা যাবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584