নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
“যে সংস্থা শুধুমাত্র ঘৃণা ছড়ানো সমর্থন করে চলেছে, তার অধীনে কাজ করা আর সম্ভব না।” ফেসবুকের বিরুদ্ধে আবার একই অভিযোগ এবং চাকরি ছাড়লেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
ফেসবুকের বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছে তারা ধর্মীয় বা বর্ণ বিদ্বেষী পোস্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবার সংস্থারই এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি ছাড়লেন ফেসবুকের এই নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে।
অভিযোগকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার অশোক চাঁদেওয়ানী, ফেসবুক কর্মীদের আভ্যন্তরীণ নেটওয়ার্কে চিঠি লিখে একথা জানিয়ে পদত্যাগ করলেন। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে এই হেট স্পিচ বা ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সংস্থার উদাসীনতা দেখে তিনি বীতশ্রদ্ধ।
আরও পড়ুনঃ বিধ্বংসী টাইফুনে বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, জাপান
তরুণ এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিশেষভাবে উল্লেখ করেছেন মায়ানমার গণহত্যার কথা, কেনশার হিংসার ঘটনার কথা যেখানে একটাও উস্কানি মূলক পোস্ট ফেসবুক মুছে দেওয়া দূরের কথা বরং একের পর এক পোস্ট হওয়া আটকায়নি পর্যন্ত। মার্ক জুকারবার্গ অবশ্য এটি সামান্য কাজের ত্রুটি বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ ফের নিট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
অশোক চাঁদেওয়ানী বলেন, আরও কর্মীদের সরব হওয়া উচিত ফেসবুকের এই নীতির বিরুদ্ধে। শুধু আমেরিকা নয় সারা বিশ্ব জুড়ে যাবতীয় বিদ্বেষের বিরুদ্ধে সম্পূর্ণ চুপ করে থাকছে সংস্থা। ফেসবুকের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584