নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
একবার দু’বার নয় একুশ বারের চেষ্টায় মেলেনি আধার কার্ড। যার জেরে মিলছে না বিভিন্ন সরকারি ওয়েলফেয়ার স্কীমের সাহায্য। ধৈর্যের বাঁধ ভেঙে যায় বিরক্ত হয়ে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লোক আদালতে মামলা ঠুকলেন দিনমজুর।
ওড়িশার কানধামল জেলার বাসিন্দা জিতেন্দ্র কুমার শেঠি পেশায় দিন মজুর, একুশ বারের চেষ্টাতেও মেলেনি তাঁর নামে রেজিস্ট্রার হওয়া আধার কার্ড। বাধ্য হয়ে ফুলবনি লোক আদালতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।
আরও পড়ুনঃ এক-দু’ দিনের লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন মোদী
মামলার বিষয় হলো তাঁর নামে আধার কার্ড রেজিস্ট্রার্ড হয়েছে, অসংখ্য বার ছবি তোলা হয়েছে, আঙুলের ছাপ তোলা হয়েছে এসত্বেও তিনি কার্ড হাতে পাননি। স্বাভাবিক ভাবেই ধৈর্যচ্যুতি ঘটে তাঁর এবং আদালতে যেতে বাধ্য হন।
আরও পড়ুনঃ কঙ্গনার বিরুদ্ধেও হোক মাদক-তদন্ত দাবি বিজেপি নেতার
তিনি পরিচয় পত্রের প্রমাণ হিসেবে ভোটার কার্ড, জব কার্ড ইত্যাদি জমা করেছেন। যদিও জিতেন্দ্র কুমার শেঠী জানান, তাঁর পরিবারের অন্য কারুর সমস্যা হয়নি আধার কার্ড পেতে, শুধুমাত্র তাঁরই এত সমস্যা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584