নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
গত ৮ ডিসেম্বর ঝাড়গ্রাম জেলা শহরের বাছুরডোবা ইয়ং ইলেভেন খেলার মাঠে খেলা চলাকালীন খুন হয় রাধানগর গ্রামের বাসিন্দা শেখ তাকবীর আলী ৷ বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের কেচেন্দা তে একটি কুয়োর মধ্যে এই খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ ৷ মৃত তাকবীরের ভাই জানিয়েছেন, তিন ঘন্টা খোঁজার পর অস্ত্রটি পাওয়া গেছে।
আরও পড়ুনঃ ওড়িশায় ঠিকাদার হত্যা, অভিযোগ মাওবাদীদের দিকে
ঝাড়গ্রামে একটি ক্রিকেট খেলা চলাকালীন বিশ্বজিৎ প্রধান নামে এক এনভিএফ কর্মী গুলি করে হত্যা করে রাধানগরের বাসিন্দা শেখ তাকবীর আলী কে, ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পরদিন রাধানগর গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে এবং তার ভাইয়ের খুনির ফাঁসির দাবি করে ৷ যদিও ওই অবরোধ প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে উঠে যায় ৷
আরও পড়ুনঃ অমিতের সভার আগে ভাঙচুর-বোমাবাজি, উত্তপ্ত কেশপুর
১০ তারিখ মানিকপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালিয়ে পুলিশ ঝাড়গ্রাম শহরের কেচেন্দাতে কুয়োর মধ্যে থেকে ওই অস্ত্রটি উদ্ধার করে ৷
এই ঘটনায় মৃত তাকবীর আলীর ভাই শেখ সাবীর আলী জানিয়েছেন, প্রশাসনের তরফ থেকে তাদের প্রতি যথেষ্ট সাহায্য করা হচ্ছে এবং তারাও প্রশাসনকে আগামী দিনে সাহায্য করবে ৷ তারা প্রশাসনের কাছে অভিযুক্তের ফাঁসিরও দাবি জানিয়েছেন ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584