বাঘের হানায় নিহত গোসাবার মৎস্যজীবী

0
129

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

বুধবার সকালে সুন্দরবনের পীরখালি ৪ নম্বরে জঙ্গল লাগোয়া হলদি খালে মাছ ধরতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেল হরিপদ মন্ডল (৪০) নামের এক মৎস্যজীবীর ৷ তার সঙ্গে মাছ ধরতে যাওয়া অপর সঙ্গী সাথীরাই বাঘের মুখ থেকে ওই মৎস্যজীবীর দেহটি গোসাবার বালি গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে ৷

pond | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার বালি ৯ নম্বর গ্রাম থেকে ভাগীরথ মণ্ডলের নৌকায় চেপে হরিপদ মন্ডল ,স্থানীয় তিন প্রতিবেশী প্রশান্ত মণ্ডল, প্রণব মণ্ডল এবং অরবিন্দ মন্ডলের সাথে রওনা হয়েছিল নদী লাগোয়া খাড়ীতে মাছ ধরতে ৷এদিন সকাল হতেই দলটি যখন মাছ ধরার জন্য তোড়জোড় শুরু করে , তখন হরিপদ বাবু নৌকা থেকে জাল জঙ্গলের গাছে বাঁধার সময় একটি বাঘ ঝোপের মধ্যে থেকে লাফিয়ে এসে সরাসরি হরিপদ বাবুর ঘাড়ে কামড় বসিয়ে দিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷

woman | newsfront.co
শোকগ্রস্ত। নিজস্ব চিত্র

ওই নৌকায় থাকা বাকি মৎস্যজীবীরা রীতিমতো বাঘটির সাথে লড়াই করে ৷ যদিও সেই ঘটনায় আহত হয় প্রশান্ত মণ্ডল নামে এক মৎস্যজীবী ৷ বাধার মুখে পড়ে বাঘটি শেষমেষ শিকার ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় ৷

women | newsfront.co
শোকে মুহ্যমান পরিজন। নিজস্ব চিত্র

এরপর অন্যান্য মৎসজীবীরা ওই মৃত মৎস্যজীবীর দেহ উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে ৷ গৃহকর্তাকে অকালে হারিয়ে কান্নায় ভেঙে পরে স্ত্রী রীতা মণ্ডল ও কলেজ পড়ুয়া ছেলে অর্পণ ৷

আরও পড়ুনঃ বক্সায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ হাতির মৃত্যু

পরে মৎস্যজীবীর দেহটি গ্রাম থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় গোসাবা থানার পুলিশ ৷রক্তাক্ত অবস্থায় প্রশান্ত মণ্ডলকে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য ৷এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here