সুন্দরবনে বাঘের হামলায় মৃত মৎস্যজীবী

0
30

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

সুন্দরবনের মরিচঝাঁপির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আজ বাঘের আক্রমণে আবারও মৃত্যু হল এক মৎস্যজীবীর । মৃত মৎস্যজীবীর নাম বাবুলাল রপ্তান । বয়স প্রায় ৩০ বছর । আজ সকালে সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারি গ্রাম থেকে একটি নৌকো নিয়ে কেনারাম মন্ডল এবং বাবুলাল রপ্তান কাঁকড়া ধরতে মরিচঝাঁপির চিলমারী খালে ঢুকেছিলেন ।

man | newsfront.co
মৃত মৎস্যজীবী ৷ নিজস্ব চিত্র

সেখানে কাঁকড়া ধরার সময় আচমকা জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ বাবুলাল রপ্তানের ওপর ঝাঁপিয়ে পড়ে । বাবুলালকে মুখে করে তুলে নিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায় বাঘটি । বেগতিক দেখে কেনারাম চিৎকার শুরু করলে পাশাপাশি খাঁড়িতে কাঁকড়া ধরতে ব্যস্ত অন্য মৎস্যজীবীরা এগিয়ে আসেন ।

body | newsfront.co
নিজস্ব চিত্র

সবার মিলিত চেষ্টায় বাঘটিকে তাড়িয়ে বাবুরামের মৃতদেহ উদ্ধার করে মৎস্যজীবীরা, বন দফতর সূত্রে এমনই জানা গেছে । পরে ওই মৎস্যজীবীর মৃতদের নিয়ে কুমিরমারি বুধবারের বাজারে আনা হয় । সেখানে মৃত মৎসজীবীকে দেখতে গ্রামবাসীরা ভিড় জমায় ।

আরও পড়ুনঃ কোচবিহারে সোনার অলঙ্কার সহ ব্যাগ ছিনতাই,গ্রেফতার ১

উল্লেখ্য, বাবুরাম রপ্তান স্ত্রী কাঞ্চন,পুত্র সাগর এবং বৃদ্ধা মা কালিদাসীকে নিয়ে কুমিরমারি গ্রামে থাকতেন । অভাবের সংসারে, জঙ্গলে কাঁকড়া ধরে সংসার চলত তাদের । আজ এই হঠাৎ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here