নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সকালবেলা জঙ্গলে যাওয়ার পথে হাতির হানায় গুরুতর জখম হলেন এক বনকর্মী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল গোয়ালতোড়ের মোহালিসাই রেঞ্জের কেরুমাড়া গ্রামে। জানা গিয়েছে বিশ্বনাথ মাহাতো নামে ওই ব্যক্তি সোমবার সকালে কেরুমাড়ার জঙ্গলে নিজের কাজে যাচ্ছিলেন।

সেই সময় হঠাৎই এক দাঁতাল হাতির সামনে চলে আসেন তিনি । হাতি শুঁড়ে করে আছাড় মারলে গুরুতর জখম হন ওই বনকর্মী। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোয়ালতোড় কেওয়াকল গ্রামীণ হাসপাতালে।
আরও পড়ুনঃ সাপ্তাহিক লকডাউনেও হাট বসেছে সুতিতে
অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেদিনীপুরেই চিকিৎসাধীন রয়েছেন ঐ ব্যক্তি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584