নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মালবাহী গাড়ির ধাক্কায় এক কিশোরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্রীরামনগরে। জানা গিয়েছে মৃত কিশোরীর নাম রূপসা জানা, বয়স আনুমানিক ১৪ বছর। স্থানীয় সূত্রে জানা যায় সকাল বেলায় তেলেভাজা কিনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
অন্যদিকে এই কিশোরীর মৃত্যুর জেরে শ্রীরামনগরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তারা গাড়িও ভাঙচুর করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,সকালে রূপসা মুড়ি খাওয়ার জন্য একটি দোকান থেকে চপ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় বেলিয়াঘাটার দিক থেকে যাওয়া কামালপুর অভিমুখী বালি বোঝাই এই ডিসিএমটি রূপসাকে ধাক্কা মারে। ফলে রূপসার মাথার উপর দিয়ে গাড়িটি চলে যায়।
আরও পড়ুনঃ পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যায় দায় স্বীকার আইএসের
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, গাড়ি চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন সেজন্যই ওই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুনঃ পিকআপ ভ্যান লরির মুখোমুখি সংঘর্ষে রেজিনগরে মৃত ৪
এরপরই স্থানীয়রা পথ আটকে বিক্ষোভ দেখান। গাড়িটিকেও ক্ষিপ্ত জনতা ভাঙচুর করেন বলে জানা গিয়েছে। ওই ঘটনার খবর পেয়েই দাসপুর থানা থেকে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে তারাও বিক্ষোভের মুখে পড়ে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584