শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা মহামারীর কারণে প্রায় ৭ মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল মেট্রো চলাচল। সুস্থতার হার একটু বাড়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই মাসখানেক ধরে মেট্রো চলাচল চালু করা হয়েছে। তার পরেই রবিবার সকালে ফের ঘটল আত্মহত্যার চেষ্টার ঘটনা। যদিও ওই তরুণী মেট্রো সামনে ঝাঁপ দিলেও তাকে শেষ মুহূর্তে বাঁচানো গিয়েছে।
রবিবার সকাল ১১ টা ৩৫ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দেন এক তরুণী। সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেন মেট্রোর চালক। সামান্য আঘাত লাগে ওই তরুণীর।
তাকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।আপাতত আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী।
আরও পড়ুনঃ হাসপাতাল সুপারের প্রতিশ্রুতিতে নার্সদের অবস্থান বিক্ষোভ প্রত্যাহার
প্রসঙ্গত, ইতিমধ্যেই মেট্রোর লাইনে আত্মহত্যা রুখতে নতুন ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে স্ক্রিন ডোরের ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনে ট্রেন না থাকলে বন্ধ থাকবে এই স্ক্রিন ডোর৷ ট্রেন ঢুকলেই কামরার দরজা এবং স্ক্রিন ডোর একসঙ্গে খুলবে৷ কিন্তু পুরনো মেট্রো লাইনে এখনো এই ধরনের ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে কলকাতার সমস্ত মেট্রো স্টেশনে স্ক্রিন ডোর বসানোর চিন্তাভাবনা করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584