নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
একজন তৃণমূল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুর থানার বহড়া গ্রামে। জানা গিয়েছে মৃত তৃণমূল কর্মীর নাম ভোম্বল মিদ্যা, বয়স আনুমানিক ৫০ বছর।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কেশপুরের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের বহড়া গ্রামের বাসিন্দা ভোম্বল মিদ্যার মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ির সামনেই জলের শ্যালোঘর থেকে। ভোম্বল এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া গেলে এলাকায় শোরগোল পড়ে যায়।
আরও পড়ুনঃ গঙ্গারামপুরে শ্বাসরোধ করে ঝুলিয়ে বধূ হত্যার অভিযোগ
স্থানীয় তৃণমূল নেতা শ্যামল আচার্য বলেন, “তার গলায় গামছার ফাঁস দেওয়া ছিল, মনে হয় তাকে মেরে গামছায় ফাঁস দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে।” সেক্ষেত্রে বিজেপি কর্মীরাই এই কাণ্ড ঘটাতে পারে বলে অনুমান এই তৃণমূল নেতার। যদিও বিজেপি, তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ অস্বীকার করেছে।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য বাঘমুন্ডিতে
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালেও এই ঘটনায় এদিন বিকেল পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি পুলিশের কাছে। কেশপুর ব্লকের তৃণমূলের সভাপতি উত্তম ত্রিপাঠী বলেন, “ভোম্বল মিদ্যা নামে একজনের গলায় গামছা জড়ানো মৃতদেহ উদ্ধার হয়েছে, সেটি আত্মহত্যা, না মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584