নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
ভগবানগোলার নজিপুরের বালাগাছি এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় বুধবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা এরপরই খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ, মৃতের পরিচয় জানতে খোঁজ শুরু করে তারা। পরবর্তীতে জানা যায় মৃত ওই যুবকের নাম রাজিবুল শেখ।

স্থানীয় সূত্রে জানা যায় যে, রাজিবুল চাষাবাদের সঙ্গে যুক্ত। কে বা কারা তার বাড়ি থেকে গত মঙ্গলবার মধ্যরাতে তাকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের লোকের অভিযোগ।
তারপরের দিনই বাড়ি থেকে কিছু দূরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের লোকের দাবি, ওই যুবককে স্থানীয় দুষ্কৃতীরা টাকা আদায়ের জন্য তুলে নিয়ে গিয়ে খুন করে।
আরও পড়ুনঃ দাসপুরে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার
খুনের প্রমান লোপাট করার জন্য গলায় দড়ি লাগিয়ে গাছে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584