নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পাশে থাকা সুইপার কোয়ার্টারে হাসপাতালের এক চতুর্থ শ্রেণীর কর্মীর ছেলের ঝুলন্ত মৃতদেহ কে ঘিরে চঞ্চল্য ছড়াল । আত্মহত্যা না খুন সে বিষয়ে এখনও কিছু জানা যায় নি।মৃতের নাম বিশাল বাসফোর (২২)৷ তদন্ত শুরু করেছে পুলিশ।

বালুরঘাট হাসপাতাল সূত্রে জানা গেছে মৃত বিশালের বাবার বয়সজনিত কারণে সে ভাবে হাসপাতালের কাজকর্ম করতে না পারায় পরিবারের আর্থিক পরিস্থিতির কথা ভেবে বিশাল বাবার কাজ গুলো প্রতিদিন হাসপাতালে গিয়ে করত।

গতকাল বিকেলেও সে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজ সঠিক ভাবে করেছে। তার ব্যবহারে বা আচার- আচরণে হাসপাতালের কর্মীরাও তেমন কোন অস্বাভাবিকতা লক্ষ্য করেনি । এমনকি সে কোন নেশাও করত না।
আরও পড়ুনঃ গড়বেতায় এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ব্যবহারের দিক থেকে অতন্ত ভদ্র ছিল ৷ কিন্তু কি কারণে সে এমন কাজ করে বসল সেটাই ভাবনার বিষয় ৷ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা এবিষয়ে যথেষ্ট চিন্তিত ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584