নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সন্ধিপুর লাগোয়া আইমা দামোদরপুর এলাকায় রবিবার সকালে রাস্তার ধারে একটি গাছে এক নাবালিকাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে ওই নাবালিকা স্থানীয় এলাকার কিনা তা খতিয়ে দেখেন।
কিন্তু নাবালিকাটি ওই এলাকার নয়। তার বাড়ি সন্ধিপুর লাগোয়া হুগলি জেলার গোঘাট থানার পাণ্ডুগ্রামে বলে জানাগেছে। তার নাম রিম্পা প্রামাণিক, গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই নাবালিকা বলে খবর। স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকা রিম্পা প্রামাণিকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে কি কারণে ওই নাবালিকা আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ অপহরণ করে ছাত্র খুন,ধৃত ১
পুলিশের পক্ষ থেকে ওই নাবালিকার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর নাবালিকার মৃতদেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গড়বেতা থানার পুলিশ রিম্পা প্রামাণিকের মৃতদেহটি ময়না তদন্ত করার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে রবিবার আইমা দামোদরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584