নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত এগরা ১ নং ওয়ার্ডে রাতের অন্ধকারে দীর্ঘ কয়েক দিন ধরে ঘরের জানালা থেকে মোবাইল, টাকা-পয়সা চুরি হচ্ছিল।
কিন্তু সোমবার হঠাৎ এক ফেরিওয়ালা ফেরি করতে গিয়ে পাড়া-প্রতিবেশীদের প্রশ্নের সম্মুখীন হয়। তার আধার কার্ড দেখতে চাওয়া হলে ওই ফেরিওয়ালা তার নিজের আধার কার্ডের পরিবর্তে অন্যের কুড়িয়ে পাওয়া আধারকার্ড গ্রামবাসীকে দেখায়। তাতেই গ্রামবাসীদের সন্দেহ হয়।
ওই ফেরিওয়ালাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।পুলিশ এসে ফেরিওয়ালাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পরে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
আরও পড়ুনঃ জলপাইগুড়ির হোম থেকে পালানো বাংলাদেশী কিশোর গ্রেফতার চ্যাংরাবান্ধায়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা এক ফেরিওয়ালাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে ওই ফেরিওয়ালা আদৌ এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584