নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভ্যাকসিনের ড্রাই রানের সময়ই ভয়ে চোখে জল খোদ স্বাস্থ্য কর্মীর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সামনেই ভ্যাকসিন নিতে আপত্তি স্বাস্থ্য কর্মীর। পরে অবশ্য নিজেই স্বীকার করেছেন বাড়ির লোকেরা পাশে না থাকায় ভয় পেয়েছেন তিনি।
শুক্রবার আলিপুরদুয়ার জেলার তিনটি জায়গা মাতৃসদন, জেলা হাসপাতাল ও যশোডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ১৯ ভ্যাকসিনের ড্রাই রান করে জেলা স্বাস্থ্য দফতর।
তিন জায়গাতেই এই ড্রাই রানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা। মাতৃসদনে ড্রাই রানে ভ্যাকসিন নেওয়ার সময় ভয় পেয়ে যান খোদ স্বাস্থ্য কর্মী। ঘটনায় অস্বস্তিতে জেলা স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে করোনা ভ্যাকসিনের ড্রাই রানের সূচনা
আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, প্রথমে স্বাস্থ্য কর্মীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এদিনের ড্রাই রান সফল হয়েছে বলেও জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584