নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দুই ছেলে থাকা সত্বেও অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বৃদ্ধা চম্পা মাঝি।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও ১৩/৭১ পার্টের বাসিন্দা এই সত্তরোর্ধ বৃদ্ধা চম্পা মাঝি ।
জানা গেছে, প্রায় ১০-১২ বছর আগেই মারা যান তার স্বামী শাওনা মাঝি। বিধবা ওই মহিলার দুই ছেলে মাতিয়াজ মাঝি ও কৃষ্ণা মাঝি দুজনে বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। মায়ের কোনো রকম খোঁজ রাখে না ছেলেরা।
চম্পা দেবীর একমাত্র সহায় বলতে তার মেয়ের ঘরের ১৩ বছরের সন্তান অর্থাৎ তার নাতি। তিনি সংসার খরচ চালান নদীর শামুক বিক্রি করে ৷ অনেক সময় মানুষের বাড়িতে কাজ করে পেট চালাতে হয় বলে জানান তিনি।
চম্পা দেবীর অভিযোগ, এমন অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি সহ কেউ কোনো সহযোগিতা করে না।রেশন কার্ড, আধার কার্ড থাকলেও পায়নি কোন সরকারি ঘর। ভাঙা -জরাজীর্ণ ঘরেই থেকে তিনি দিন যাপন করছেন।
বর্ষা কালে জল পড়ে তাই প্লাস্টিক দিয়ে কোনো রকমে দিন কাটান তিনি। বহুবার স্থানীয় পঞ্চায়েত কে জানিয়েও কোন সুরাহা হয়নি, মিলেছে শুধু আশ্বাস।
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে বাম – কংগ্রেসের ধিক্কার মিছিল
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ভদ্র সাঁওতাল বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, ‘বিপিএল কার্ড থাকা সত্বেও দীর্ঘদিন ধরে নাম না আসায় পুনরায় নাম পাঠানো হয়েছে। নাম আসলে তাকে ঘর দেওয়া হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584