বালুরঘাটে, নিজেদের প্রাণ সংশয়ের ভয়ে পুত্রবধূকে বাড়িতে ঢুকতে বাধা শ্বশুর – শাশুড়ির

0
111

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

জোর জবরদস্তি করে বাড়ি থেকে বের করে দেওয়ায় শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসল এক গৃহবধূ। বুধবার দুপুরে বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় ওই গৃহবধূ শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসেন। যতক্ষণ না বাড়িতে প্রবেশ করার অনুমতি শ্বশুর না দেবেন ততক্ষণ পর্যন্ত ধরনা চালিয়ে যাবেন বলে ওই গৃহবধূ সুস্মিতা দেবী জানিয়েছেন।

housewife | newsfront.co
অভিযোগকারী গৃহবধূ। নিজস্ব চিত্র

জানাযায় চলতি বছরের ১০ই ফেব্রুয়ারি বিয়ে হয় ওই গৃহবধূর,বিয়ের পর স্বামী শ্বশুরবাড়িতে স্ত্রী কে রেখে দিয়ে কর্মসূত্রে দুবাইয়ে চলে যান। এর পর থেকে সুস্মিতা কে বাড়িতে একা পেয়ে মানসিক অত্যাচার চালায় শ্বশুর ও শাশুড়ি।

woman | newsfront.co
বাড়ির সামনে ধরনা। নিজস্ব চিত্র

ওই গৃহবধূ অত্যাচার সহ্য করতে না পেরে বালুরঘাট থানার মহিলা পুলিশের দ্বারস্থ হলে, পুলিশের পক্ষ থেকে তাকে বাড়িতে ঢুকিয়ে দিলেও, আবার অত্যাচার শুরু করে শ্বশুর ও শাশুড়ি। বাধ্য হয়ে অত্যাচার সহ্য করতে না পেরে থানায় ৪৯৮ ধারায় মামলা করে ওই গৃহবধূ।

আরও পড়ুনঃ বেআইনি বালি উত্তোলনের প্রতিবাদে ট্রাক্টর আটকে বিক্ষোভ খড়গপুরে

গৃহবধূর শ্বশুর কমল চন্দ্র কর্মকার জানান, তার পুত্রবধূ যদি ভাড়া বাড়িতে থাকে তার ভাড়া তিনি মিটিয়ে দেবেন, তাও তাকে তার বাড়িতে রাখবেন না,কারণ তাকে বাড়িতে রাখলে তাদের প্রাণ সংশয়ের একটা ভয় আছে।প্রায় ৬ঘন্টা অপেক্ষা করে শ্বশুর বাড়ির কোন হেলদোল না পেয়ে চলে যান ওই গৃহবধূ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here