নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পারিবারিক অশান্তির জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। ওই গৃহবধূকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন তার শ্বশুরও।
শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার চৈতন্যপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম ইয়াসমিনা বিবি। গত রাতেই সঙ্কটজনক অবস্থায় ইয়াসমিনাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশীরা।
দেহের ৮০ শতাংশ জ্বলে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গৃহবধূর শ্বশুর মিরাজুল সেখেরও দুই হাত সহ শরীরের একাধিক স্থান অগ্নিদগ্ধ হলেও পরিস্থিতি স্থীতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ খড়গ্রামে পথ দুর্ঘটনা
জানা গিয়েছে, কর্মসূত্রে ওই গৃহবধূর স্বামী আরবে থাকে। ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে ওই গৃহবধূ। রাত্রের খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে গায়ে আগুন দেয় সে। আগুন নেভাতে গিয়ে আহত হয় তার শ্বশুর বলে জানাযায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584