মুর্শিদাবাদে চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা গৃহবধূর

0
321

 

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

গতকাল বিকেল তিনটে নাগাদ নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টিনা হালদার(২৩) নামের এক গৃহবধূ। তার বাবার বাড়ি চোয়াপাড়া গ্রামে।গত আট মাস আগে নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেন সাহেব রামপুর গ্রামের বিপুল সরকারের সঙ্গে।

housewife | newsfront.co
টিনা হালদার। সংবাদ চিত্র

প্রথম দিকে খুব ভালো সংসার চলছিল তাদের, বিপত্তি বাধে পাশের একটি বাড়িতে বিয়ের কনে সাজাতে গিয়ে! সেই সময় সেই পরিবারের একজনের কানের দুল হারিয়ে যায় সেই অভিযোগ মৃত টিনার উপর চাপায় শ্বশুর বাড়ির সকলে।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বুড়িরহাট, আহত দুই পক্ষের বেশ কয়েকজন

যদিও একাধিক বার পরিবারকে টিনা হালদার বলেন যে “আমি চুরি করিনি”।শেষ অবধি চুরির অভিযোগ সহ্য করতে না পেরে নিজের সম্মান নষ্ট হওয়ার কারণে নিজের জীবন শেষ করেন ওই গৃহবধূ।

এই ঘটনায় টিনার পরিবারের অভিযোগ যে, তাদের মেয়ে কে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।আত্মহত্যার আগে ডাইরিতে সব লিখে যান টিনা হালদার, যা ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুনঃ বালুরঘাটে মামীমাকে শ্লীলতাহানি করার অভিযোগ ভাগনের বিরুদ্ধে

শ্বশুর বাড়ির অভিযোগ যে এমনটা করে ফেলবে বুঝতে পাড়েনি কেউ।পুলিশ শ্বশুর বাড়ি থেকে স্বামী ,শ্বশুর ও শাশুড়ি এই তিনজন কে আটক করেছেন। জলঙ্গি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here