নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত পলিসা গ্রামের রানী বিবি নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, বীরভূম জেলার লাভপুর থানার সাউগ্রামের বাসিন্দা জার্মান শেখের মেয়ে রানী বিবির সঙ্গে ৯ মাস আগে বিয়ে হয় ভরতপুর থানার পলিসা গ্রামের বাসিন্দা লাল শেখের।
বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল বলে জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। অশান্তির জেরে গত সাত দিন আগে রানী বিবি বাপের বাড়ি চলে যায়, এরপর বাপের বাড়ি থেকে রানী বিবিকে শশুর বাড়ি ফিরিয়ে নিয়ে আসে শ্বশুর বাড়ির সদস্যরা। গতকাল রাতে রানী বিবি পরিবারের সদস্যদের ফোনে জানিয়েছিল ফের অশান্তি ফের শুরু হয়েছে বাড়িতে।
পরের দিন সকালে রানী বিবির বাড়ির লোককে লাল শেখের বাড়ির লোককে ফোন করে জানায় রানী বিবির মৃত্যুর খবর। রানী বিবির বাড়ির লোক এসে দেখে রানী বিবির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং গোটা শরীর পুড়ে গেছে । তবে লাল শেখের বাড়ির লোকের দাবি রানী বিবি নিজে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে।
আরও পড়ুনঃ জলঙ্গী থানার চেষ্টায় উদ্ধার নির্যাতিত গৃহবধূ
কিন্তু রানী বিবির পরিবারের সদস্যদের অভিযোগ তাদের মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। এই ঘটনায় রানী বিবির বাড়ির লোক ভরতপুর থানায় অভিযোগ দায়ের করে। ভরতপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584