নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পণের দাবিতে স্ত্রীকে খুন করা হল ,অভিযোগ স্বামীর বিরুদ্ধে, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের যদুপুর গ্রামে।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিস। জানা গিয়েছে মৃতার নাম অর্চনা বেরা, বয়স আনুমানিক ৩৫ বছর ৷ আরও জানা গিয়েছে, সোমবার সকালে মৃতার প্রতিবেশী ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়ায় ঘরের ভেতরে গিয়ে দেখেন খাটের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অর্চনা বেরা ।
এর পরেই স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ এসে বাড়ির চিলেকোঠা থেকে আটক করে মৃতার স্বামী তারকনাথ বেরাকে। পুলিশের প্রাথমিক অনুমান, লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করাতেই মৃত্যু হয়েছে অর্চনার। ঘটনাস্থল থেকে লাঠিটিও উদ্ধার করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
আরও পড়ুনঃ বালুরঘাটে টোটো- ছোট গাড়ি সংঘর্ষ,গুরুতর জখম টোটো চালক
মৃতার ভাইয়ের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার চালানো হত অর্চনার ওপর। তারক নাথ পরকীয়ায় জড়িত ছিল বলেও এ অভিযোগ করেন মৃতার ভাই তপন প্রামাণিক।যদিও খুনের কারণ নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।
তদন্তে নেমে মৃতার ভাইয়ের অভিযোগের পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিসের তরফে। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584