করোনা আক্রান্ত নবান্নে কর্মরত আইএএস অফিসার

0
55

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা দেশ। ভারতের বিভিন্ন রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। রাজনৈতিক মহলেও হানা দিয়েছে কোভিড-১৯। এমনকি নবান্নেও প্রবেশ করেছিল করোনা ভাইরাস। এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের একজন আইএএস অফিসার। নাম শামা পারভিন। তিনি ভূমি দপ্তরের যুগ্মসচিব পদে রয়েছেন। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পরই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ওই আইএএস অফিসারকে।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

সূত্রের খবর, তিনি যে কেবিনে বসতেন সেটিকে সিল করা হয়েছে। ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব ওই মহিলা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ছুটি শেষে গত শুক্রবার কাজে যোগ দেন তিনি। সারাদিন স্বাভাবিকই ছিলেন তিনি। কোনও অসুস্থতাই ছিল না। এরপর বাড়ি ফেরার পর শনিবার জ্বর আসে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর লালারসের নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য।

আরও পড়ুনঃ বেসরকারি বাস রাস্তায় না নামানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা হাইকোর্টে

রিপোর্ট আসতেই জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এরপরই তাঁকে পাঠানো হয় হোম কোয়ারেন্টাইনে। ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব করোনা আক্রান্ত হওয়ার পরই তড়িঘড়ি অফিসের রুম স্যানিটাইজ করা হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর কেবিনও। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে নবান্নের পদস্থ আধিকারিকদের গাড়ির চালকের শরীরে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস। সেই সময়েও স্যানিটাইজ করা হয়েছিল গোটা নবান্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here