নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
বঙ্গধ্বনি পদযাত্রার মধ্যেই আক্রান্ত হলেন এক ভারতীয় সেনা জওয়ান, অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।
শুক্রবার কান্দি জেলখানা রোড থেকে পাখমাড়া ডোব পর্যন্ত মমতা ব্যানার্জীর নতুন প্রকল্প বঙ্গধ্বনি যাত্রা কে উদ্দেশ্য করে একটি পদযাত্রা করা হয়। কান্দি বিধানসভার কান্দি ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয় ।
আরও পড়ুনঃ নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যপালের রিপোর্ট পেয়ে ডিজি-মুখ্যসচিবকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
আরও পড়ুনঃ ফালাকাটায় তৃণমূলের বঙ্গধবনি যাত্রায় ঋতব্রত
পথসভা চলাকালীন কান্দি থানার সামনে এক ব্যক্তি মিছিল দেখে নিজের বাইক সরাচ্ছিলেন। বাইক সড়াতে একটু দেরী হওয়ার কারণে মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং ঐ ব্যক্তিকে এলোপাথাড়ি মারতে থাকে। আহত ব্যক্তির নাম বিশ্বজিত সোহানি। তিনি আর্মিতে কর্মরত এবং ছুটিতে বাড়ী এসেছেন। এইমূহুর্তে তিনি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
সেই সময় মিছিলে ছিলেন মুখপাত্র অপূর্ব সরকার, কো-অর্ডিনেটর অশোক দাস, প্রাক্তন ব্লক সভাপতি সুকান্ত ত্রিবেদী সহ কয়েকহাজার তৃণমূল কর্মী। অবশেষে ঝামেলা নিয়ন্ত্রণে আনতে অপূর্ব সরকার এগিয়ে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584