নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এর মধ্যেই ভারত-নেপাল সীমান্তে ঘটলো এক মর্মান্তিক ঘটনা। শুক্রবার ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে। বিহারে সীতামারি জেলার লাগোয়া ভারত-নেপাল সীমান্তে গুলি চলে। নেপালী সীমান্তরক্ষীরা গুলি চালায় বলে অভিযোগ। সীমান্তে পুলিশের গুলিতে নিহত হন একজন। আহত হন আরও ২ ভারতীয় নাগরিক। বিহার সেক্টরের সশস্ত্র সীমা বলের (এসএসবি) আইজি প্রথম এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহত যুবকের নাম বিকেশ রাই। বয়স ২৫। লালবন্দির জনম নগরের বাসিন্দা বিকেশ সীমান্তের কাছে খামারে কাজ করছিলেন। তখনই সীমান্তের ওপার থেকে তাঁর শরীরে গুলি লাগে। আহতদের নাম উমেশ রাম ও উদয় ঠাকুর। এরা প্রত্যেকেই কৃষক বলে জানা গেছে। আহতদের সীতামারি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ সংস্কৃতিতে এগিয়ে বাংলা, গুহ-র টুইটে ক্ষুব্ধ রুপানি
স্থানীয়দের অভিযোগ, ১৭ রাউন্ড গুলি চালানো হয়েছে নেপালের দিক থেকে। শুক্রবারের এই ঘটনার জেরে ভারত-নেপাল সীমান্ত আপাতত উত্তপ্ত। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় পুলিশ ও সশস্ত্র সীমাবলের পদস্থ কর্তারা। আহত ও মৃতের খবর স্বীকার করেছেন পুলিশের অতিরিক্ত ডিজি (সদর) জিতেন্দ্র কুমার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584