নিজস্ব সংবাদদাতা, ঢাকাঃ
বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগের সাভার আশুলিয়া থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৭ আগস্ট রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে উদ্ধার ওই ভারতীয় নাগরিকের নাম রাজা মানিকাম নাতা রঞ্জন (৪৪)।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ভাড়া বাড়ি থেকে ওই ব্যক্তির নিথর দেহ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ বাহরিনে গণেশ মূর্তি ভাঙার অপরাধে গ্রেফতার মহিলা, নিন্দা প্রকাশ রাজকীয় উপদেষ্টার
পুলিশ আরও জানিয়েছে, নিহত ওই ভারতীয় নাগরিক জামগড়া এলাকার জহিরুল ইসলাম ভূঁইয়ার একটি বাড়িতে কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তিনি বাংলাদেশে টুরিস্ট ভিসায় এসে জামগড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে ছিলেন। তবে তিনি কি কাজ করতেন তা জানা যায়নি। নিহতের সঙ্গে কোনো বন্ধু বা আত্মীয়-স্বজন কাউকে পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584