নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার ভোরেই হাতির পালের আক্রমন গ্রামে ৷ একটি জঙ্গল থেকে আর একটি জঙ্গলে প্রবেশ করার পথে ভোরের বেলা গ্রামে ঢুকে পড়ে হাতির পাল ৷ ওই সময় বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ হাতির সামনে পড়ে গিয়ে জখম হলেন এক গ্রামবাসী ভরত দাস, বয়স ৪৩ ৷ হাতি তাকে ফেলে দিয়ে তার পায়ের ওপরে পা তুলে দেয়। ঘটনার পরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদরব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত পলাশিয়া গ্রামে ৷ বৃহস্পতিবার ভোরে এই গ্রামের পাশ দিয়ে একটি হাতির পাল অন্য জঙ্গলে ঢোকার সময় কয়েকটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে ভোর পাঁচটা নাগাদ। গ্রামবাসীরা তখন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হচ্ছিলেন ৷ তখনই ভরত দাস নামে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আচমকা হাতির সামনে পড়ে যান ৷ আক্রান্ত ভরত দাসের বক্তব্য, কি করব তা ভেবে ওঠার আগেই হাতি শুঁড়ে তুলে দূরে ছুঁড়ে দেয় ৷
সেখানে পড়ে থেকে কোনো ভাবে গড়িয়ে পালানোর চেষ্টা করার আগেই হাতি পায়ের ওপরে পা তুলে দিয়ে পা ভেঙ্গে ফেলে ৷ এরপর সেখান থেকে পালিয়ে যায় হাতি ৷ পরিবারের লোকেরা তাকে উদ্ধার করেছে । এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷ তাদের দাবি কৃষি থেকে জনজীবন ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হলেও বনদফতর কোনো সক্রিয় পদক্ষেপ নিতে পারছেনা ৷
এই জঙ্গলমহলের গ্রামগুলির জনপ্রিয় উৎসব বাঁধনা পরব ৷ গ্রামবাসীদের এই উৎসবের প্রস্তুতি শেষ পর্বে ৷ আগামী ৩ নভেম্বরে এই উৎসবে জেলা শাসক সহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু উৎসব স্থলের পাশেই বিশাল হাতির পালের তান্ডব আতঙ্ক তৈরি করেছে ৷ এতে উৎসব পন্ড হওয়ার সম্ভাবনা দেখছে গ্রামবাসীরা ৷ তাই স্থানীয় মণিদহ গ্রামপঞ্চায়েত ও বনদফতর যৌথ উদ্যোগ নিয়ে হাতিকে তাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন বেরা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584