গুড়গুড়িপালে হাতির হানায় আহত ১

0
64

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার ভোরেই হাতির পালের আক্রমন গ্রামে ৷ একটি জঙ্গল থেকে আর একটি জঙ্গলে প্রবেশ করার পথে ভোরের বেলা গ্রামে ঢুকে পড়ে হাতির পাল ৷ ওই সময় বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ হাতির সামনে পড়ে গিয়ে জখম হলেন এক গ্রামবাসী ভরত দাস, বয়স ৪৩ ৷ হাতি তাকে ফেলে দিয়ে তার পায়ের ওপরে পা তুলে দেয়। ঘটনার পরে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

one injured by elephant attack at Gurguripal
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদরব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত পলাশিয়া গ্রামে ৷ বৃহস্পতিবার ভোরে এই গ্রামের পাশ দিয়ে একটি হাতির পাল অন্য জঙ্গলে ঢোকার সময় কয়েকটি হাতি লোকালয়ে ঢুকে পড়ে ভোর পাঁচটা নাগাদ। গ্রামবাসীরা তখন ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হচ্ছিলেন ৷ তখনই ভরত দাস নামে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আচমকা হাতির সামনে পড়ে যান ৷ আক্রান্ত ভরত দাসের বক্তব্য, কি করব তা ভেবে ওঠার আগেই হাতি শুঁড়ে তুলে দূরে ছুঁড়ে দেয় ৷

one injured by elephant attack at Gurguripal
লোকালয়ে হাতির পাল। নিজস্ব চিত্র

সেখানে পড়ে থেকে কোনো ভাবে গড়িয়ে পালানোর চেষ্টা করার আগেই হাতি পায়ের ওপরে পা তুলে দিয়ে পা ভেঙ্গে ফেলে ৷ এরপর সেখান থেকে পালিয়ে যায় হাতি ৷ পরিবারের লোকেরা তাকে উদ্ধার করেছে । এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে ৷ তাদের দাবি কৃষি থেকে জনজীবন ভীষন ভাবে ক্ষতিগ্রস্ত হলেও বনদফতর কোনো সক্রিয় পদক্ষেপ নিতে পারছেনা ৷

one injured by elephant attack at Gurguripal
ভরত দাস, আহত ব্যক্তি। নিজস্ব চিত্র

এই জঙ্গলমহলের গ্রামগুলির জনপ্রিয় উৎসব বাঁধনা পরব ৷ গ্রামবাসীদের এই উৎসবের প্রস্তুতি শেষ পর্বে ৷ আগামী ৩ নভেম্বরে এই উৎসবে জেলা শাসক সহ অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু উৎসব স্থলের পাশেই বিশাল হাতির পালের তান্ডব আতঙ্ক তৈরি করেছে ৷ এতে উৎসব পন্ড হওয়ার সম্ভাবনা দেখছে গ্রামবাসীরা ৷ তাই স্থানীয় মণিদহ গ্রামপঞ্চায়েত ও বনদফতর যৌথ উদ্যোগ নিয়ে হাতিকে তাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জন বেরা জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here