লকডাউনে জুয়ার আসর, প্রতিবাদীর মাথা ফাটালো দুষ্কৃতিকারীরা

0
44

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনকে অমান্য করে প্রায় প্রতিদিন এলাকায় একটি গ্রন্থাগার প্রাঙ্গনে জুয়া খেলার প্রতিবাদ করায় দুষ্কৃতিকারীদের হাতে প্রহৃত হতে হলো এক প্রতিবাদীকে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের চকভৃগু এলাকার বিবেকানন্দ গ্রন্থাগার পাড়ায়।

Injured person | newsfront.co
চিকিৎসাধীন আক্রান্ত। নিজস্ব চিত্র

দুষ্কৃতিকারীদের হাতে ইটের আঘাতে মাথা ফেটে যায় বিজয় দত্ত নামে স্থানীয় বাসিন্দার। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিৎকস্যক তাকে হাসপাতালে ভর্তি করে নেয়। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে ভর্তি থাকায় পুলিশে অভিযোগ জানাতে পারেনি। তবে তার বৌদি জানিয়েছেন তারা থানায় গিয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানাবেন।

আরও পড়ুনঃ সরুগাঁও চা বাগান থেকে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

এলাকার বাসিন্দাদের অভিযোগ লকডাউন সময়ে এলাকার কিছু সমাজবিরোধীদের দাপট বেড়ে যায়। অপরদিকে মানুষজন বাড়ি থেকে বের হতে না পারার সুযোগকে কাজে লাগিয়ে তারা এই গ্রন্থাগার প্রাঙ্গনকেই তাদের আখড়ায় পরিনত করে। সেখানে প্রকাশ্য দিবালোকে ওই দুষ্কৃতির দল মদ্যপানের আসর থেকে জুয়া খেলার আসর বসায়।পাশাপাশি রাস্তা দিয়ে বাইরে প্রয়োজনীয় জরুরি কাজে বেড় হওয়া মহিলাদের প্রতি অশ্লীল কটুক্তি করতে পিছপা হয়না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও তাদের এই প্রাঙ্গনে এসব অসমাজিক কাজ করতে নিষেধ করার কথা বলা হলেও তারা তা মানেনি। পুলিশ যেহেতু লকডাউন নিয়ে ব্যস্ত এই সুযোগে চলছে তাদের দৌরাত্ম্য।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আজ দুপুরে ওই দুষ্কৃতিকারীদের ইটের আঘাতে গুরুতর আহত বিজয় দত্ত ওরফ পচা নদীতে তার গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। সে সময় সে দুষ্কৃতিকারীদের জুয়া খেলা দেখতে পেয়ে প্রতিবাদ করলে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়। অন্যরা দেখতে পেয়ে ছুটে গেলে ওই দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here