নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
লকডাউনের বাজারেও বোমের আওয়াজ মুর্শিদাবাদে। রবিবার রাত্রিতে লালগোলা ব্লকের জসইতলা গ্রাম পঞ্চায়েতের পিরতলা গ্রামে দুই পরিবারের বিবাদে পড়লো বোমা।

বোমার আঘাতে জখম হলেন ডালিম শেখ নামক এক ব্যাক্তি। ওই ব্যক্তিকে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এসে বোমার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। জমি বিবাদ নিয়ে ঝামেলা এবং সেই থেকেই বোমাবাজি বলে জানা যায় পরিবার সূত্রে।

আরও পড়ুনঃ করোনা সংক্রমিত ব্যক্তি অবাধে গ্রামে ঘোরাঘুরিতে আক্রান্ত অনেকেই অভিযোগ গ্রামবাসীদের
জখম ডালিম শেখ জানান রাত্রে হঠাৎ করেই খুড়তুতো ভাই তার বাড়িতে বোম ফেলে। লালগোলা থানায় ৪ জনের নামে অভিযোগ করা হয়। গ্রাম পঞ্চায়েত সদস্য জানান বদিউজ্জামান, মারফত শেখ ও জুলেখা বিবি ছাড়াও আরও বেশ কয়েকজন ছিল এই ঘটনার সাথে যুক্ত। তারা ডালিম শেখ এর বাড়িতে বোমা ফেলে নিজেদের বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584