নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত কুলি পেট্রলপাম্প মোড় এলাকার কাছে একটি ডাম্পার ও লাদেন গাড়ির সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে জখম হলেন লাদেন চালক ও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি দাঁড়িয়ে থাকা মোটর বাইক। লাদেন চালককে গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি পেট্রোল পাম্প মোড় এলাকায় কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর সাঁইথিয়া গামী একটি ডাম্পার ধাক্কা মারে লাদেন গাড়িতে ও জখম হয় লাদেন চালক ও পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকে ধাক্কা মারে ডাম্পারটি।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ, বিক্ষোভ দলীয় কর্মীদের
ওই ঘটনার জেরে কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর কুলি পেট্রলপাম্প মোড় এলাকায় যানজটের সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় বড়ঞা থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবার যান চলাচল শুরু হয় কান্দি সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের উপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584