উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
শুক্রবার সন্ধ্যায় ট্যাংরা এলাকায় হঠাৎ গুলি চালনার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গুলি লেগে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। তাঁকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যে নাগাদ ট্যাংরার গোবিন্দ খটিক রোড এলাকায় হঠাৎই গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকার কিছু চেনা ব্যক্তিই এই কাণ্ড ঘটিয়েছে। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কিন্তু ঠিক কী কারণে চলে গুলি? স্থানীয়দের দাবি, এলাকায় অনেকে বেআইনিভাবে তামাক বিক্রির চেষ্টা করছিল। এতে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন মঞ্জু সাউ নামে বছর পয়ত্রিশের এক মহিলা। সেই অঞ্চলেই থাকেন তিনি।
আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ তৃণমূল সুপ্রিমো’র
অভিযোগ, এরপরই শুরু হয়ে যায় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেজাজ হারিয়ে গুলি চালায় অভিযুক্তরা। তখনই গুলির লাগে মঞ্জুর। স্থানীয়রাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। অভিযুক্তরা ততক্ষণে সেখান থেকে চম্পট দেয়। তবে তারা কোনও রাজনৈতিক দলের কর্মী-সদস্য কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।
আরও পড়ুনঃ অমিত শাহের সফরের আগেই কলকাতা থেকে উদ্ধার হল দশটি তাজা বোমা
ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা তামাক বিক্রির ওই আড্ডাখানায় ভাঙচুর চালান বলে খবর। স্থানীয়দের দাবি, এলাকায় এমন বেআইনি কাণ্ডকারখানার প্রতিবাদ করতে গেলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পুলিশকে জানিয়েও বিশেষ লাভ হয়নি।
উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগে রাস্তার ধারে বসে মদ্যপান কিংবা তামাক পানের প্রতিবাদ করতে গিয়েও হেনস্তার মুখে পড়তে হয়েছে স্থানীয়দের। দিনে দুপুরেও ট্যাংরা এলাকায় শুটআউটের খবর শোনা গিয়েছে অতীতে। এদিনের ঘটনা ফের প্রমাণ করল, এলাকায় অপরাধ রুখতে এখনও পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ-প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584