নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে অজানা জন্তুর আক্রমণে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যক্তি সাঁকরাইলের ডাহিপাল গ্রামের বাসিন্দা, নাম ত্রিপধ্যোতি প্রধান। গ্রামবাসীরা জানান, দুদিন আগে থেকে একটি অজানা জন্তুকে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়।
সাধারণ মানুষের বিশ্বাস ছিল জন্তুটি হয়তো বন বিড়াল জাতীয় কোন প্রাণী হবে। তাই নতুন প্রাণী হলেও আক্রান্ত হওয়ার ভয় ছিল না।তবে বৃহস্পতিবার সকাল নাগাদ যখন ত্রিপধ্যোতি প্রধানের ওপর আক্রমণ করে ওই প্রাণীটি তখনই চেনা যায় যে এটি একটি সাধারণ বন বিড়াল নয় এটি হিংস্র ‘হায়না’ জাতীয় কোন প্রাণী হবে ৷
আরও পড়ুনঃ এশিয়ান হাইওয়ের উপর সড়ক দুর্ঘটনায় মৃত ১
গ্রামবাসীরা জানান, সকাল নাগাদ ত্রিপধ্যোতি বাবু ও তার স্ত্রী জমির চাষের কাজে বেরোন এবং হঠাৎই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হায়না জাতীয় প্রাণীটি ৷ কোনরকম প্রাণপনে চেষ্টা করে জন্তুটির থেকে রেহাই পান আক্রান্ত ব্যক্তি। তখন জখম অবস্থায় গ্রামবাসীরা ত্রিপধ্যোতি বাবুকে দেখতে পেলে তড়িঘড়ি করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন ।অবশেষে এদিন বিকেল নাগাদ ওই হায়নাটির মৃতদেহ উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো অবস্থায়। তবে কে বা কারা ওই হায়নাটিকে মেরেছে গ্রামবাসীদের কাছে কোন সদুত্তর মেলেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584