নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বংশীহারী থানার অন্তর্গত শিবপুরে। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত ওই ব্যক্তির নাম বেঙ্গু হাজরা, আনুমানিক বয়স ২৮-৩০ বছর। বাবা-মা মারা গিয়েছেন দীর্ঘদিন আগে, তারপর থেকেই তিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন যত্রতত্র ।স্থানীয় সূত্রে জানা যায়, রাত্রি নটার সময় বুনিয়াদপুর থেকে বালুরঘাট গামী ট্রেনের ধাক্কায় রেল লাইনের ধারে ছিটকে পড়ে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি , উত্তেজনা পটাশপুরে
শরীরের বিভিন্ন অংশে চোট পেলেও গুরুতরভাবে চোট পেয়েছে মাথায়।সারারাত ঐ অবস্থায় কাটানোর পর ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তারপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে রসুলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ অবস্থার অবনতি হলে তৎক্ষণাৎ কর্তব্যরত চিকিৎসক কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584