নব্য জেএমবির ভারতীয় বংশোদ্ভুত নারী সদস্য ঢাকায় গ্রেফতার

0
70

মুনিরুল ইসলাম, ঢাকাঃ

রাজধানী ঢাকার সদর এলাকা থেকে জমিয়াতুল মুদাছছেরিন বাংলাদেশ (জেএমবি) নামক জঙ্গি সংগঠনের এক নারী সদস্য গ্রেফতার হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তাকে আজ ১৭ জুলাই গ্রেফতার করে।

criminal | newsfront.co
ধৃত। ছবিঃ প্রতিবেদক

সিটিটিসির তরফে জানা গেলো, তার নাম আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিম ওরফে প্রজ্ঞা দেবনাথ (২৫)। তিনি ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। তার প্রকৃত বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনিয়াখালী থানার কেশবপুর গ্রামে।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বাংলাদেশি জন্ম নিবন্ধন সার্টিফিকেট, একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল। ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় এই নব্য জেএমবি নারীকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসির সহকারী কমিশনার (এসি) ইমরান হোসেন।

আরও পড়ুনঃ প্রয়াত নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা

তিনি জানান, ২০০৯ সালে নবম শ্রেণিতে পড়াকালে এই নারী সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইন্টারনেটে ধর্ম সংক্রান্ত পড়ালেখা করতে গিয়ে নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুন ওরফে আসমার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি জঙ্গি সংগঠনটির সদস্য হিসেবে কাজ শুরু করেন।

২০১৬ সাল থেকে তার বাংলাদেশ যাতায়াত ঘটে। বিভিন্ন দেশ ঘুরে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করার দায়িত্ব পালন করতেন তিনি।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত জেলবন্দী কবি ভারভারা রাও

জাল জন্ম নিবন্ধন সনদ ও জাল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এ দেশের নাগরিক হিসেবে তিনি বাংলাদেশে বিয়েও করেছেন। স্বামীর ইচ্ছা অনুযায়ী, গত বছরের ১০ আগস্ট থেকে তিনি বাংলাদেশে বসবাস শুরু করেন। এরপর থেকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকতার আড়ালে সংগঠনের সদস্য সংগ্রহ করে আসছিলেন।

গত ৫ ফেব্রুয়ারি নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুন সিটিটিসি’র কাছে গ্রেফতার হয়। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রজ্ঞা দেবনাথ গ্রেফতার হলেন। আসমানী খাতুন গ্রেফতারের পর প্রজ্ঞা মাদ্রাসার চাকরি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ শুরু করেন বলেও সিটিটিসিকে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here