নিজস্ব সংবাদদাতা, কলকাতা-মুর্শিদাবাদঃ
বেলঘড়িয়া থেকে নিখোঁজ মেডিক্যালের এক পরীক্ষার্থী। নাম রক্সিত মিত্তল। বেলঘড়িয়ার একটি আবাসনের বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, জয়েন্টের জন্য পড়াশুনো করছে বছর কুড়ির রক্সিত। সামনেই তাঁর পরীক্ষা। তার আগেই গতকাল অর্থাৎ মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে স্কুটিতে চেপে আলমবাজারের শ্যাম মন্দিরে পুজো দিতে যায় রক্সিত। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর মা তাঁকে ফোন করে।
কিন্তু তাঁর ফোন সুইচ অফ ছিল। এরপরই রক্সিতের পরিবার আশেপাশের এলাকায় তাঁর খোঁজ করতে শুরু করে। কিন্তু শেষপর্যন্ত ছেলের কোনো খোঁজ না পেয়ে বেলঘড়িয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপর লোকেশন ট্র্যাক করে পুলিশ জানায়, রক্সিত বিরাটিতে রয়েছে। কিন্তু সেখানে গিয়েও তাঁকে খুঁজে পাইনি পরিবার।
আজ, বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙা থানা থেকে ফোন আসে রক্সিতের বাবা অশোক কুমার মিত্তলের কাছে। বেলডাঙা থানার পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ওই থানা এলাকাতেই একটি স্কুটি ও তার সঙ্গে একটি হেলমেট দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ টেলিভিশন থেকে সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নামে বিপুল প্রতারণা! ধৃত অভিনেত্রী-সহ সঙ্গী
এরপর গাড়ির ভিতর থেকে একটি কাগজ উদ্ধার করে দেখা হলে জানা যায় যে গাড়িটি অশোক কুমার মিত্তলের। এরপরই রক্সিতের বাবাকে ফোন করা হয়। পুরো ঘটনা জানার পরে রক্সিতের খোঁজ নিতে শুরু করে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত জয়েন্ট পরীক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে চরম দুশ্চিন্তায় প্রহর গুনছেন তাঁর পরিবারের সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584