শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের আরও এক পুলিশকর্মী। জানা গিয়েছে, জোড়াবাগান ট্রাফিক গার্ডের ওই কনস্টেবল বেশ কিছুদিন জ্বরেই অসুস্থ ছিলেন। সেইমতো তাকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।
সম্প্রতি তার শারীরিক অবস্থা আরও বেশি খারাপ হলে তার লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় বৃহস্পতিবার রাতে সেই রিপোর্ট করোনা পজিটিভ আসে। এর পরেই তাকে এম আর বাঙুর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই নিয়ে শহরে তৃতীয় পুলিশকর্মী আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
অন্যদিকে, হোয়্যাটসঅ্যাপে করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এদিন বড়তলা থানা গ্রেপ্তার করেছে নবীন পোদ্দার ও পার্থ শর্মা নামে বিডন স্ট্রিটের বাসিন্দা দুই ব্যক্তিকে। অভিযোগ, করোনা সংক্রমণ নিয়ে এরা ভুয়ো তথ্য ছড়াচ্ছিলেন। এরপরেই পুলিশ নির্দিষ্ট আইনে মামলা করে এদের গ্রেফতার করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584