করোনার কবলে এবার কলকাতা পুলিশের কর্মী

0
86

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পর রাজ্যে প্রথম করোনা আক্রান্তদের তালিকায় নাম উঠে এল পুলিশের। যদিও ছুটিতে থাকার সময়ে নারকেলডাঙার পুলিশ কোয়ার্টার থেকেই বড়তলা থানার কনস্টেবল পদমর্যাদার ওই পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন, এমনটাই দাবি স্বাস্থ্য দফতরের। এই মুহূর্তে এমআরবাঙুরে ভর্তি রয়েছেন ওই পুলিশকর্মী।

Kolkata police | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গিয়েছে, এমআর বাঙুর হাসপাতালে ১২ এপ্রিল ভর্তি করা হয় ওই পুলিশ কর্মীকে। প্রথমে কিডনির অসুখ নিয়ে ভর্তি হন ওই পুলিশকর্মী। পরে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্ট পজিটিভও আসে। রিপোর্ট পজিটিভ হওয়ার পরে তাঁর পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

হাসপাতাল সূত্রে খবর, করোনার সঙ্গে অন্যান্য একাধিক পুরনো রোগ রয়েছে ওই পুলিশকর্মীর। সেই কারণে তার শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। নিয়মমত তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তবে কর্মরত অবস্থায় আক্রান্ত না হওয়ায় এতে বিপদের সম্ভাবনা দেখছে পুলিশ। তবে কর্তব্যপালনে এবং কর্মস্থলে সকলকেই সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here