অভিনেত্রীকে আপত্তিকর মন্তব্য, সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে এফআইআর

0
96

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

soumitra khan | newsfront.co

“যে অভিনেত্রী হিন্দুধর্মের দেব-দেবীকে অপমান করেন, তিনি-ই আদতে যৌনকর্মী”, অভিনেত্রী সায়নী ঘোষকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের কারণে তাঁর দলের তরফেও সতর্ক করা হয়েছিল বিষ্ণুপুরের সাংসদকে। এবার দলের সতর্কবার্তা নয় বরং আইনি প্রক্রিয়ার ফাঁসে যুব মোর্চার সভাপতি। বিতর্কিত মন্তব্যের জন্য খণ্ডঘোষ থানায় দায়ের হল এফআইআর। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছেন এক মহিলা।

কয়েকদিন আগেই খণ্ডঘোষের সভা থেকে সায়নী ঘোষকে একহাত নিয়ে সৌমিত্রর মন্তব্য ছিল, “দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। আমরা মনে করি, শিবলিঙ্গকে যারা অপমান করে, যারা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।”

সায়নীর শিবলিঙ্গে কন্ডোম পরানো টুইট নিয়ে নেটদুনিয়ায় বিস্তর হইচই হলেও, এযাবৎকাল অভিনেত্রীর কোনও টুইটে দেবী সরস্বতীকে যৌনকর্মী বলার প্রমাণ অবশ্য মেলেনি। বিজেপি নেতার এমন শব্দচয়নে স্বাভাবিক ভাবেই আপত্তি তুলেছেন অনেকেই।

আরও পড়ুনঃ সায়নী ঘোষকে যৌনকর্মী বলে কটাক্ষ সৌমিত্র খাঁ’র

গেরুয়া শিবিরের নেতা কর্মীদের ভাষা সন্ত্রাস নতুন কিছু নয় এখন। তবে শোনা যায় এই মন্তব্যের জন্য দলের অন্দরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপি নেতা সৌমিত্র খাঁ-কে।গত শুক্রবার সংশ্লিষ্ট বিষয়ে মুখ খুলেছেন শমীক ভট্টাচার্যও। গেরুয়া শিবিরের নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, “সৌমিত্রর এমন ধরনের মন্তব্য দল সমর্থন করে না।” শুধু তাই নয়, টলিউড অভিনেত্রীর প্রতি এমন কুরুচিকর মন্তব্যের জন্য দলের হয়ে ক্ষমাও চেয়ে নেন তিনি। জানা গিয়েছে, সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তার মধ্যে একটি জামিন অযোগ্য। বিজেপির অবশ্য দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অভিযোগ করিয়েছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here