নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো দুই পর্যটক। মৃত্যু হয় একজনের। আহত হয়েছে আরও এক পর্যটক। মৃত ও আহত দুজনে বন্ধু বলে জানাযায়। দুর্ঘটনাটি ঘটছে দীঘার ঘোরসাই মোড় সংলগ্ন নন্দকুমার–দীঘা ১১৬ বি জাতীয় সড়ক এলাকায়। দুর্ঘটনায় মৃত পর্যটকের নাম অনুপম পণ্ডিত(৪০) তার বাড়ি হাওড়া জেলার উদয়নারায়নপুর এলাকায় বলে জানা গিয়েছে। আহত হয়েছে অভিষেক পোড়া নামের অপর এক পর্যটক।
অভিষেকের বাড়িও একই এলাকায়। জানা গেছে, দুই দিন আগে হাওড়ার উদয়নারায়নপুর থেকে চারজন বন্ধু দুটি বাইকে করে সৈকত নগরী দীঘাতে বেড়াতে আসে। শনিবার সকালে চারজন বন্ধু বাইকে করে দীঘা থেকে উদয়নারায়নপুরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। নন্দকুমার–দীঘা ১১৬ বি জাতীয় সড়কে দীঘার ঘোরসাইয়ের কাছে উল্টো দিক থেকে আসা মাছ বোঝাই লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে চালক অনুপম সহ তার বন্ধুও।
আরও পড়ুনঃ দমদমের আবাসন থেকে পচাগলা জোড়া দেহ উদ্ধারে ঘনীভূত হচ্ছে রহস্য
জানা গেছে দুর্ঘটনার পরেই দ্রুত গতিতে মাছের গাড়িটি চম্পট দেয়। স্থানীয়দের নজরে পড়লে তাঁরা দৌড়ে আসেন। তাঁরাই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা দুই জনকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেশায় আইনজীবী পর্যটক অনুপমের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্থ অপর বন্ধু অভিষেক পোড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584