সামসেরগঞ্জে অর্থনৈতিক মন্দা ও মানসিক চাপের কারণে আত্মহত্যা করলেন এক ব্যক্তি

0
69

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

বাইক লোনের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় কোম্পানির লোকজনের অত্যাধিক চাপে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে সামসেরগঞ্জ থানার জিয়ত কুন্ডু গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম সাধন সিংহ, বয়স ৪০। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

sadhan singha | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মাস ছয়েক আগে অরঙ্গাবাদের একটি সংস্থা থেকে কিস্তিতে বাইক কিনেছিলেন সাধন সিংহ নামে ওই ব্যক্তি। পেশায় কল মিস্ত্রি ছিলেন। প্রতি মাসে ৩৫০০ টাকা পরিশোধ করতেন। কিন্তু লকডাউনের কারণে অর্থনৈতিক মন্দা হওয়ায় দুমাস সেই লোনের কিস্তি পরিশোধ করতে পারেননি তিনি। আর যা নিয়েই ব্যাপক চাপ আসতে থাকে তার পরিবারের কাছে।

আরও পড়ুনঃ ফারাক্কায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে টাকার জন্য বাড়ির সামনে ধর্ণায় বসে বাইক ফাইন্যান্স এর দুই কর্মী। আর দুয়েকটা দিন অপেক্ষা করার অনুরোধেও কোনো কর্ণপাত করেননি তারা। অবশেষে অর্থনৈতিক মন্দা, মানসিক চাপ এবং লোনের কিস্তি পরিশোধ করতে না পেরে সিঁড়িঘরে গিয়ে গলায় কাপড়ের প্যাচ লাগিয়ে আত্নহত্যা করেন তিনি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় ওই ফাইন্যান্স সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here