নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মদ্যপ অবস্থায় জলাশয়ে স্নান করতে নেমে সাঁতার দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরেই তলিয়ে যান। ১৯ ঘন্টা পর তল্লাশি চালিয়ে তার দেহ উদ্ধার করলো সিভিল ডিফেন্সের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের মুড়াকাটা গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের বছর ৪৫ এর বাসিন্দা শংকর মাঝি,বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ গ্রামের পাশে, জঙ্গল সংলগ্ন জলাশয়ে স্নান করতে নেমেছিলেন। দূর থেকে লোকজন দেখতে পান স্নান করতে নেমে সাঁতরে জলাশয় পার করার চেষ্টা করছেন তিনি। জলাশয়ের মাঝে তিনি হঠাৎ তলিয়ে গিয়েছেন। প্রাথমিকভাবে গ্রামবাসীরা দৌড়ে এসে খোঁজার চেষ্টা করেও তার কোন হদিশ পাননি।
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গুড়গুড়িপাল থানার পুলিশকে জানানো হয় বিষয়টি। পুলিশ শেষ পর্যন্ত সিভিল ডিফেন্সে খবর দেয়। শুক্রবার সকাল সাতটা থেকে তার দেহ খুঁজতে স্পিডবোটে করে তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা। সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত তল্লাশির পর দেহ উদ্ধার করতে পারে তারা। স্থানীয়রা জানাচ্ছেন মদ্যপ অবস্থায় থাকার কারণেই জলে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে মৃত্যু হয়েছে শংকরের।
আরও পড়ুনঃ ফালাকাটায় মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার
সকাল থেকেই তার দেহ উদ্ধার ঘিরে কৌতুহলী কয়েক হাজার মানুষের ভিড় জমে গিয়েছিল ওই এলাকায়। পরিবারের লোকেরাও দাবি করছে শংকর মদ্যপ অবস্থায় ছিল। শঙ্করের ছোটভাই শিবু মাঝি বলেন, দাদা মদ্যপ অবস্থায় থাকার কারণে এই ঘটনা ঘটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584