নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনার আবহে ১৪ ঘন্টা ধরে বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার লোয়াদা ৯ নম্বর অঞ্চলের বাকলসা সেবক গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ গ্রামের পোস্টমাস্টারে কর্মরত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জ্বর,শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন।
অবশেষে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তেই কার্যত করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ ১৪ ঘন্টা পেরিয়ে গেলেও দেখা মেলেনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে ফেল করে আত্মঘাতী এক পরিক্ষার্থী
শনিবার দুপুর নাগাদ মেদিনীপুর মেডিকেলের স্বাস্থ্যকর্মীরা গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে,তবে মৃতদেহের শরীরে এই ভাইরাসের প্রোকপ আছে কিনা সেই বিষয় নিয়ে পরীক্ষা করার দাবি জানায় গ্রামবাসীরা। অন্যদিকে এ ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584