পটাশপুরে পুলিশ লকআপে মৃত্যু ঘিরে চাঞ্চল্য

0
100

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ভাইপোর প্রেম ঘটিত কারণে পুলিশ লকআপে কাকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের তরফে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের কনকপুর গ্রামে।

madan ghosh | newsfront.co
পরিচয় ৷ নিজস্ব চিত্র

জানা গেছে, পটাশপুর থানার অন্তর্গত কনকপুর গ্রামের বাসিন্দা কিশোর ঘড়াইয়ের সাথে স্থানীয় বাসুদেবপুর গ্রামের এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

family | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের অমত থাকায় তারা কয়েকমাস আগে পালিয়ে গিয়ে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তরুণীর পরিবারের পক্ষ থেকে পটাশপুর থানায় অভিযোগ করা হয়।

people | newsfront.co
শোকাহত পরিবার ৷ নিজস্ব চিত্র

সেই অভিযোগের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর বাড়ির অন্য কাউকে না পেয়ে কিশোরের কাকা মদন কুমার ঘড়াইকে গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে মদনের পরিবারকে জানানো হয়েছে যে ধৃত মদনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিয়ের আড়াই মাসের মাথায় মৃত্যু গৃহবধূর, চাঞ্চল্য

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে পুলিশ হেফাজতে মারধরের অভিযোগ করা হয়। একই সাথে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর ৷এই মৃত্যু নিয়ে পুলিশের তরফ থেকে কোন বিবৃতি এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here