গান বেঁধে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন স্বাস্থ্যকর্মীর

0
58

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনা যোদ্ধাদের জন্য গান বাঁধলেন এক স্বাস্থ্যকর্মী। সেই গানটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে ফালাকাটার স্বাস্থ্যকর্মী কবিতা রায়ের গাওয়া সেই গান। জানা গেছে, কবিতা দেবী ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স পদে কর্মরত।

woman | newsfront.co
কবিতা রায় ,স্বাস্থ্যকর্মী ৷ নিজস্ব চিত্র

এই করোনা পরিস্থিতিতে তিনি নিজেও করোনা হাসপাতালে, করোনা রোগীদের সাথে থেকে তাদের সেবা করছেন। তাদের সাথে থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এবং ডাক্তার স্বাস্থ্য কর্মী, পুলিশ, সাংবাদিক সাফাই কর্মীরা প্রথম সারিতে থেকে যে ভাবে কাজ করে চলেছে সে সবই ফুটে উঠেছে তার গানের মধ্যে দিয়ে। এদিন কবিতা রায় বলেন, “অন্যান্য রোগীদের মতোই করোনা রোগীদের দেখা উচিত।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে আক্রান্ত চিকিৎসক, প্রতিবাদে বিক্ষোভ

সাবধানতা, সচেতনতা ও কিছু নিয়ম মেনে চললেই এই রোগের থেকে দূরে থাকা যায়। আমি ছোট বেলা থেকেই গান করি । নিজেই এই গান লিখে সুর দিয়ে নিজেই গেয়েছি। সকলে এই গানটিকে এতো পছন্দ করেছে এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমি আমার এই গানটির মাধ্যমে করোনা যোদ্ধাদের সম্মান জানিয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here