নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে পিস্তল হাতে ঘোরাঘুরি করার অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পুলিশ।
ধৃতের নাম স্বপন ঘাঁটা।ধৃতের বাড়ি মাইশোরা গ্রামে।স্থানীয় সূত্রে খবর আর পাঁচটা দিনের মতোই এদিন সন্ধ্যেবেলায় মাইশোরায় দলীয় কার্যালয়ে বসে ছিলেন পাঁশকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের পাঁশকুড়া ব্লক কার্যকরী সভাপতি কুরবান শা।
রাত্রি সোয়া ৮ টা নাগাদ স্বপন ঘাঁটা নামে ওই যুবক কোমরে পিস্তল গুঁজে তৃণমূলের দলীয় কার্যালয়ের পেছনে ঘোরাঘুরি করছিল বলে অভিযোগ।ঠিক সেই সময় কুরবান শা’র লোকের ওই যুবককে পাকড়াও করে ফেলে।খবর দেওয়া হয় পুলিশে।পাঁশকুড়া থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে নিয়ে যায় থানায়।
আরও পড়ুনঃ ক্রেতা সেজে মৃত রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া পাচারকারীদের গ্রেফতার
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন কুরবান।কুরবান বলেন,”আমাকে খুন করার জন্যই ওই যুবক ঘোরাঘুরি করছিল।এর পেছনে বিজেপির মদত রয়েছে।পুলিশকে বিষয়টি জানিয়েছি।” যদিও ধৃত ওই বিজেপি কর্মী স্বপন ঘাঁটা বলেন,”আমি বিজেপি করি বলেই আমাকে বাড়ি থেকে তুলে এনেছে তৃণমূলের লোকেরা।
এই পিস্তল আমি আনিনি।”এই বিষয়ে পাঁশকুড়ার বিজেপি নেতা সিন্টু সেনাপতি বলেন,”বিষয়টি খোঁজ নিয়ে দেখব।তবে বিজেপি সন্ত্রাসের রাজনীতি সমর্থন করে না।” এলাকায় যথেষ্ঠ উত্তেজনা ছড়িয়েছে ঘটনার পর থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584