নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
মানসিক ভারসাম্যহীন এক মহিলার দেহ পুকুরে ভেসে ওঠাকে কেন্দ্র করে বালুরঘাট শহর সংলগ্ন জলঘর অঞ্চলে চাঞ্চল্য ছড়ালো ৷ আজ দুপুরে ওই দেহ ভেসে ওঠার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করেছে ।মৃতার নাম পার্বতী কিসকু, বয়স ৫৮, বাড়ি জলঘরের পূর্ব পাড়ায়।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে এলাকার শান্তি মার্ডির স্ত্রী পার্বতী কিসকু মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে রাতে আবার বাড়ি ফিরে এসেছেন। কিন্তু গতকাল অনান্য দিনের মত দুপুরের পর বাড়ি থেকে বেড়িয়ে আর রাতে বাড়ি ফিরে আসেনি।
সন্ধ্যের পর তার বাড়ির লোকজন খোঁজ খবর করলেও তেমন ভাবে গুরুত্ব দেয়নি ,এই ভেবে যে অনান্য দিনের মত সে রাতের দিকে বাড়ি ফিরে আসবে। কিন্তু আজ সকালেও বাড়ি ফিরে না আসায় তারা এলাকায় খোঁজখুজি করেও তার কোন সন্ধান পায়নি। এরপরেই দুপুরে এলাকার একটি পুকুরে ওই মহিলার দেহ ভেসে উঠতে দেখে স্থানীয় মানুষজন ৷
আরও পড়ুনঃ দিবালোকে ছিনতাই বারুইপুরে
ওই মহিলার বাড়িতে খবর দেওয়ার পাশাপাশি বালুরঘাট থানাতেও খবর দেওয়া হয় । এরপরেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584