গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
কোভিড টিকা নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ধূপগুড়ি এলাকায়।জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ দত্ত (৬৪)। ধূপগুড়ি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি ।
এদিন সকালে ভ্যাকসিনের বিরুদ্ধে মৃতের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেছে।মৃতের পরিবার সূত্রে খবর, ওই ব্যবসায়ী সোমবার দুপুরে ধূপগুড়ি হাসপাতালে ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর বাড়ি ফিরে বিকেলে দোকানে গিয়ে কয়েকবার বমি করেন। শারীরিক অসুবিধা নিয়ে বাড়ি ফিরে বিশ্রাম নেন।
আরও পড়ুনঃ প্রার্থী বদলের দাবিতে সাহেবপোতায় বিক্ষোভ তৃণমূল কর্মীদের
রাতের খাবার খেয়ে ঘুমিয়েও পড়েন। ভোরবেলায় তাঁর ফের অসুস্থতা এবং শ্বাসকষ্ট শুরু হয়। প্রাথমিক শুশ্রুষার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয় থানায়৷
এদিন মৃত ব্যবসায়ীর ভাইপো গোবিন্দ দত্ত বলেন, ‘কাকুর ব্লাড প্রেশারের রুটিন সমস্যা ছিল। তবে সেটা একেবারেই নিয়ন্ত্রণে ছিল। এর বাইরে তাঁর কোনদিনই শ্বাসকষ্ট বা অন্য কোনও বড় শারীরিক সমস্যা ছিল না। এই কারণে আমাদের স্থির সন্দেহ ভ্যাকসিন নিয়েই তার এই পরিণতি হল। এর সঠিক তদন্তের দাবিতেই অভিযোগ জানিয়েছি৷’
আরও পড়ুনঃ খড়্গপুরে ব্লুটুথ নিয়ে বচসার জেরে পাথর দিয়ে থেঁতলে খুন
ধূপগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ বলেন, ‘মৃতদেহের ময়নাতদন্তের বিস্তারিত রিপোর্ট, তাঁর সংগৃহীত সোয়াবের রিপোর্ট এবং তাঁর চিকিৎসা সম্পর্কিত কাগজপত্র না দেখে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু বলা সঠিক হবে না। সব রিপোর্ট আসুক তারপরই কিছু বলতে পারব।’
এদিকে, ধূপগুড়ি থানা সূত্রে খবর, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584