করোনা আতঙ্কই কানপুরে আটক পরিযায়ীকে ফিরিয়ে দিল বালুরঘাটে পরিবারের কাছে

0
62

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংকটের জেরে লকডাউন আর এই লকডাউন এর জেরে বাইরে রাজ্যে কাজ করতে যাওয়া অনেক শ্রমিক কাজ হারিয়েছে। কিন্তু হারিয়ে যাওয়া মানুষ ফিরে এলো তার নিজের পরিবারে এমন এক ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটি গ্রাম ।

old man | newsfront.co
গুলু মার্ডি ৷ নিজস্ব চিত্র

বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের ছাউনি পাড়া এলাকার বাসিন্দা গুলু মার্ডির পরিবার ফিরে পেয়েছে তাদের আপনজনকে। জানা গিয়েছে বাইরে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় গুলু মার্ডি । দীর্ঘ ১০ বছর তার কোন খোঁজ ছিলনা। এমত অবস্থায় তার পরিবারের লোকেরা তাকে ফিরে পাওয়ার হাল প্রায় ছেড়েই দিয়েছিল। কিন্তু করোনা সংকট গুলু মার্ডিকে ফিরিয়ে দিল তার পরিবারের কাছে।

family | newsfront.co
পরিবারের সঙ্গে গুলু মার্ডি ৷ নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানা গেছে গুলু মার্ডি কানপুরে কাজ করতে গেলে সেখানকার একটি কারখানার মালিক তাকে আটকে রেখেছিল ১০ বছর । এরপর করোনা সংকটের জেরে যখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দিচ্ছিল সেখানকার মালিকপক্ষ তখন গুলু মার্ডি ছাড়া পায় তার মালিকের থেকে ৷

আরও পড়ুনঃ পঞ্চমীর সকালে দিঘার সমুদ্র সৈকতে জ্যান্ত ইলিশ

এরপর তিনি সেখানকার এক স্বহৃদয় শিক্ষক মহাশয়ের সাহায্য চাইলে ওই ব্যক্তি অনেক কষ্টে স্থানীয় বাসিন্দা বাপি সরকারের সঙ্গে যোগাযোগ করেন ৷ এরপর বাপি সরকার স্থানীয় পঞ্চায়েতের সাহায্য নিয়ে নিজ উদ্যোগে গুলু মার্ডিকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ চোর সন্দেহে তাড়া, পুকুরে ডুবে মৃত্যু যুবকের

দীর্ঘ ১০ বছর পর আপনজনকে ফিরে পেয়ে যেমন খুশি গুলু মার্ডি , ঠিক তেমনই খুশি তার পরিবারের লোকজনও । দীর্ঘ দশ বছর পর গুলু মার্ডিকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে যারা সাহায্য করেছে তাদের প্রত্যেককেই গুলু মার্ডি ও তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here