নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
আবারো ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল সাগরদীঘির এক শ্রমিকের। দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়ে বহু মানুষ আবারও ভিন রাজ্যে যাওয়া শুরু করেছেন, অর্থের উপার্জনের তাগিদে। মুর্শিদাবাদে কোনো কাজ নেই আর যে কাজ আছে তাতে সংসার চলার মত নয়।
সাগরদীঘির জুগোর গ্রামের আনোয়ার সেখ নামের ৩২ বছর বয়সী শ্রমিক গত চার মাস আগে কেরলে রাজমিস্ত্রির কাজে যান। পরিবার সূত্রে জানা গেছে নিজের গ্রামে কাজ না থাকায় চার মাস আগে ধার দেনা করে কেরালায় রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে যান আনোয়ার সেখ।
গত ২৯ শে ডিসেম্বর বাড়িতে হটাৎ খবর আসে আনোয়ারের মৃত্যু হয়েছে। সেই থেকেই পরিবারের আত্মীয় স্বজন অপেক্ষায় আছে আনোয়ারের নিথর দেহ শেষ বারের মত দেখার জন্য।
আরও পড়ুনঃ করোনা থোড়াই কেয়ার, বর্ষবরণের রাতে জনারণ্য দিঘায়
বাড়িতে ছোটো ছোটো পাঁচ ছেলে মেয়ে,একমাত্র উপার্জন কারী আনোয়ার। কিন্তু এখন কিভাবে চলবে সংসার সেই নিয়ে চিন্তায় রয়েছে পরিবারের সকলে। সরকারের কাছে মৃত পরিবারের আবেদন, যেন কিছু অর্থ সাহায্য করা হয় তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584