মনিরুল হক, কোচবিহারঃ
নদীতে ঝিনুক তুলতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে শীতলখুচি ব্লকের খুটামারা নদীতে। মৃত ওই নাবালকের নাম কাঞ্চন বর্মণ (১৭)। ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশ ও ডুবরিকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
যদিও পুলিশ আসার আগেই স্থানীয়রা কাঞ্চন বর্মণকে উদ্ধার করে শীতলকুচি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গেছে, কঙ্কন সরকার ও কাঞ্চন বর্মণ আজ সকালে খুটামারা নদীতে ঝিনুক তুলতে নেমে পরে।
আরও পড়ুনঃ খয়রামারিতে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ
তারপর দুজনেই নদীর জলে তলিয়ে যায়। দূর থেকে কয়েকজন ব্যক্তি এই ঘটনা দেখতে পায়। সেখান থেকে ছুটে আসতে আসতে তাদের আর দেখা যায় নি। পরে ওই ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের তল্লাশি শুরু করে ।
আরও পড়ুনঃ রায়ডাক নদী থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ
পরে কাঞ্চন বর্মণকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পুলিশ মৃত ওই নাবালকের দেহ পরিবারের হাতে তুলে দেয়। অন্যদিকে, ওই নদীতে তলিয়ে যাওয়া কঙ্কন সরকারের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডুবরি ও স্থানীয়রা।
যদিও এখনও তার দেহ পাওয়া যায় নি। খবর দেওয়ার অনেক পরে ডুবুরি আসায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জানাগেছে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584