উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
গত শনিবার রাতে মায়ের সঙ্গে শুয়ে ছিল ছোট্ট সোহেল। বাড়ি নেই। ফুটপাতই তাদের ঠিকানা। আর তাতেই অপরাধীর কাজটা সহজ হয়েছিল। তিন বছরের সোহেলকে মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নেয় কেউ বা কারা! মা সাহিনা বিবি হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকেন। শেষে পুলিশের দ্বারস্থ হন।
তাঁর ছেলেকে রাতের অন্ধকারে কেউ তুলে নিয়ে গিয়েছে। শহর কলকাতার এমন ঘটনা পুলিশকেও অবাক করেছিল। কী কারণ হতে পারে অপহরণের! রহস্যের কিনারা করতে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। সেই সূত্র ধরেই শেষমেশ রহস্যের কিনারা করে ফেলে পুলিশ।
ফুটপাত থেকে সোহেলকে অপহরণ করা হয়েছিল। পঁচিশে জানুয়ারি গভীর রাতে মায়ের পাশ থেকে তাকে তুলে নেয় কেউ। যে গাড়িতে করে সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেটির খোঁজে নামে পুলিশ। ওই এলাকার একের পর এক সিসি টিভির ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই গাড়ির মালিককে খুঁজে বেরও করা হয়। জানা যায়, মহম্মদ ইউসুফ নামের একজনকে গাড়িটি বিক্রি করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ ভর সন্ধ্যায় ট্যাংরায় গুলি, আতঙ্ক
এর পরই সেই মহম্মদ ইউসুফের খোঁজে তল্লাশি শুরু করে বউবাজার থানার পুলিশ। ঝাড়খণ্ডের কোডারমা থেকে মহম্মদ ইউসুফকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় সোহেল নামের সেই শিশুটিকে। জেরায় মহম্মদ ইউসুফ নামের অভিযুক্ত স্বীকার করে নেয়, পাচারের উদ্দেশ্যেই বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল। আইপিসি ৩৭০ ধারায় অভিযুক্তের নামে মামলা শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584